কোর্ট পয়েন্টে সিলেট মহানগর খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ২৭, ফেব্রুয়ারি, ২০২৩, সোমবার
<strong>কোর্ট পয়েন্টে সিলেট মহানগর খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত</strong>

নিজস্ব প্রতিনিধি | “চলমান আর্ত-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস প্রণীত ৮ দফা দাবী বাস্তবায়নে খেলাফত মজলিসের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর শাখার উদ্দোগে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ; “সরকারের অদূরদর্শী সিদ্বান্তের কারণে দেশ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। চলমান আর্ত-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস প্রণীত ৮ দফা দাবী মানতে হবে।”
গতকাল ২৫ ফেব্রুয়ারী শনিবার বাদ আসর সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগরী সহ-সভাপতি- মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মনজুরে মাওলা, শ্রমিক মজলিস মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ ও ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান।


মিছিল পূর্ব সমাবেশে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডা. মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবির, সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মহানগর খেলাফত মজলিসের শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওসার আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আফজাল হুসাইন কামিল, পেশাজীবি সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, নির্বাহী সদস্য মাওলানা হাফেজ আব্দুল হামিদ, মাওলানা সাইফুল ইসলাম গোয়াইনঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান খেলাফত মজলিস ঘোষিত ৮দফা লিখিত দাবি তুলে ধরেন। দাবীগুলো হলো-
১। ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা।
২। দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।
৩। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা।
৪। দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ করা।
৫। গ্রেফতারকৃত আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা।
৬। রাজনৈতিক সভাসমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ।
৭। নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাগব ও দুর্নীতি নির্মূল করা।
৮। বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারী চাকরিতে নিয়োগদান।

সমাবেশ শেষে চলমান আর্ত-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস প্রণীত ৮দফা বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 20
    Shares