নতুনকরে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের
বিজয় বাংলা অনলাইন | ঢাকা, ১ মার্চ ২০২৩: গতরাতে সরকারের নির্বাহী আদেশে ভোক্তা পর্যায়ে নতুনকরে বিদ্যুতের দাম ৫ ভাগ বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। নতুনকরে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বিগত দুই মাসে ৩ দফায় বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাস. তেলের দাম বৃদ্ধি জনগণের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। দ্রব্যমূল্যে উচ্চমূল্যে ইতোমধ্যেই জনগণের নাভিশ্বস উঠেছে। এর মধ্যে নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ আরো বৃদ্ধি করবে। সাধারণ মানুষের কষ্ট আরো বাড়বে।
বিবৃতিতে নেতৃদ্বয় আর জনদুর্ভোগ না বাড়িয়ে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবী জানান।