মোঃ হুমায়ুন কবীর, তারাকান্দা, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জনতার মনোনীত সতন্ত্র প্রার্থী তারাকান্দা বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার বকুল। মঙ্গলবার (১৬ মে) উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
উল্লেখ্য যে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে এবার হেভিয়েট সতন্ত্র প্রার্থী থাকায় এবং ক্লিন ইমেজের প্রশ্ন আসায় নুরুজ্জামান সরকার বকুলের মত খোশমেজাজে নেই কেউ, অন্যরা ভোটারদের দরবারে কঠিন অগ্নিপরীক্ষার মুখোমুখি হবার চিন্তায় কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে।
অন্যদিকে নুরুজ্জামান সরকার বকুলের সাংগঠনিক শক্তি, রিজার্ভ ভোট, প্রার্থী ইমেজ ও চতুর্মুখী প্রচারণায় সাধারণ জনগণই তাকে নিরঙ্কুশ বিজয়ী করতে ছক কষছে। এবার কথার ফুলঝুড়ি আর প্রতিশ্রুতির ট্যাবলেট খাইয়েও খেটে খাওয়া মানুষ ও সচেতন শিক্ষিত ভোটারদের ভাগে আনতে পারছে না কেউ। সাধারণ মানুষের বৃহৎ অংশ এবার স্বতন্ত্রতেই অনড়, জনতাই যে সকল ক্ষমতার উৎস এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে তারাকান্দার ভোটাররা এবার পাশার গুটি উল্টাতে চায়।
বিজয় বাংলা/এইচ কে/১৭/০৫/২০২৩ইং