আল্লাহর কাছে আসার গল্প

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ২৪, এপ্রিল, ২০২২, রবিবার
<strong>আল্লাহর কাছে আসার গল্প</strong>

নাবীল ইউসুফঃ “আল্লাহ মনে হয় আমার থেকে নামাজ কেড়ে নিচ্ছেন, শাস্তি দিচ্ছেন আমাকে” ফোনের ওপাশ থেকে আসা কান্নাভেজা কথাগুলো বুঝতে বেশ সময় লাগলো। ছোট বাচ্চার মত কান্না করে যাচ্ছে মানুষটা। যেন পূরণ হয়নি কোন বায়না বা বকা দিয়েছে মা। সুন্দর সকালটা একদম এলোমেলো লাগছে এই মুহুর্তে আমার। আর এলোমেলো লাগবেনা কেনো….
“দিনের আর সব নামাজ যেভাবেই হোক পড়া হয় কিন্তু ফজরটা পড়া হচ্ছেনা। কোন এলার্ম, কারো ডেকে দেয়া, কিছুতেই কাজ হচ্ছেনা, আজকে সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে একটা পোস্ট দেখলাম আল্লাহ যখন কারো উপর রাগান্বিত হন বা শাস্তি দিতে চান, তখন তার থেকে নামাজ কেড়ে নেন, নামাজ পড়তে দেন না। আমার প্রচন্ড ভয় হচ্ছে কারন কোনভাবেই আমি ফজরে উঠতে পারছিনা”

আমার ভাবনা ছুটে গেলো তার পরের লাইনে। পুরো বিষয়টা বিস্তারিত বুঝে নিলাম এখন। একটা পাব্লিক ক্যাম্পাসের একসময়ের নামকরা মুখ। যে কোন পার্টিতে, ফুর্তিতে কিংবা শান্তিতে সংগ্রামে সবসময় সামনের সারিতে থাকা মানুষ। ধর্ম থেকে একদম দূরে না থাকলেও নামাজের জন্য কান্না করার মতো ধার্মীক ও ছিলোনা কখনো। আর সেই মানুষটা আজকে এভাবে কান্না করছে নামাজের জন্য, আল্লাহর ভয়ে…

ভাবনা একপাশে রেখে কথা বলা শুরু করলাম “যে অন্তর আল্লাহর ভয়ে এভাবে কান্না করতে পারে, সেই অন্তরকে আল্লাহ দূরে ঠেলে দেননি” কিছু আমল সাজেস্ট করে দিলাম রাতে ঘুমানোর আগে। আশ্বস্ত করলাম যে মনে হচ্ছে আল্লাহ তাকে আরো কাছে টেনে নিচ্ছেন, শাস্তি নয়।

হেদায়েত বুঝি এভাবেই আসে? আলহামদুলিল্লাহ্‌। দিনটা ভাবলেই খুব ভালো অনুভূতি হয় আমার এমন একটি ঘটনার সাক্ষী হতে পেরে। পাশাপাশি নিজেকে খুব ছোট লাগে, লজ্জিত হই, আমার তো এভাবে কান্না আসেনি কখনো। সময়মত নামাজ মিস করে, আল্লাহর ভয়ে……
কারো মনের কোন এক কোনে লুকিয়ে থাকা, মাঝে মাঝে উকি দেয়া, প্রভুর জন্য ভালবাসা কিংবা শাস্তির ভয়, এগুলোকে গুরুত্বহীন মনে করবেন না কখনো। পানিশূন্য মরুর বুকে ছোট্ট মরূদ্যান এগুলো, সুযোগ পেলে, যত্ন পেলে ডানা মেলবেই গাছপালাগুলো, সবুজ সুন্দর হবে শুষ্ক মরু। ইনশাআল্লাহ।

বিজয় বাংলা/এনএ/২৪/৪/২২

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 2
    Shares