একটি দেশ

বিজয় বাংলা
প্রকাশিত ১৫, মে, ২০২৩, সোমবার
<strong>একটি দেশ</strong>

মোহাম্মদ অংকন

দেশটি আমার সবুজ-শ্যামল ক্ষেত ফসলে ভরা,

গাছে গাছে ফল-ফলাদি সবই নজরকাড়া ।

 

দেশের বুকে হাজার নদী বয় যে কুলুকুলু,

ছোটে নৌকা উড়িয়ে পাল ঢেউয়ে ঢুলুঢুলু ।

 

মাঠে চড়ে গোরু-মহিষ রাখাল বাজায় বাঁশি,

দিন-দুপুরে ঘাম ঝরিয়ে ফসল ফলায় চাষী।

 

দেশের মানুষ সুখি সবাই নাইতো দুঃখ-ক্লেশ,

শোনো তবে নামটি দেশের স্বাধীন বাংলাদেশ।

 

 

বিজয় বাংলা/এইচ কে/১৫/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 1
    Share