অমি ও খেলনা

বিজয় বাংলা
প্রকাশিত ১৮, মে, ২০২৩, বৃহস্পতিবার
<strong>অমি ও খেলনা</strong>

মোহাম্মদ অংকন 

 

চায় যে অনেক খেলনা অমি থাকুক ঘরে যতো,

পুতুল আছে, সিংহ আছে খেলনা আছে কতো ।

 

খেলবে বসে খেলনা নিয়ে মনটা যখন চায়,

ক্ষণেই হাসে ক্ষণেই কাঁদে ইচ্ছে হলেই গায় ।

 

খেলনা যে তার বন্ধু লাগে ওদের সাথে খেলে,

খেলনা পাখি থাকলে তবে উড়তো ডানা মেলে।

 

খেলনা নিয়ে খেলে অমি ভীষণ মজা পায়,

বুঝছো এবার অমি কেন এতো খেলনা চায়?

 

 

বিজয় বাংলা/এইচ কে/১৮/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 2
    Shares