প্রজাপতির পাখা

বিজয় বাংলা
প্রকাশিত ৭, জুন, ২০২৩, বুধবার
<strong>প্রজাপতির পাখা</strong>

মোহাম্মদ অংকন 

 

শুনবে না কি আমার কথা আমি কী কী পারি?

আঁকতে পারি ছবি আমি চড়তে পারি গাড়ি ৷

 

লিখতে পারি খাতা ভরে পড়তে পারি গল্প,

আরো কী যে পারি আমি নয়তো সেসব অল্প।

 

এসব তেমন মজার নাকো তোমরাও পারো তবে,

যদি আমি উড়তে পারি সেটা কেমন হবে?

 

ঠিক শুনেছো, উড়তে পারি উড়তে পারি পাঁকা,

আমার আছে ওড়ার বাহন- প্রজাপতির পাখা।

 

 

বিজয় বাংলা/এইচ কে/০৭/০৬/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 1
    Share