নৌকা ডুবার আগে জীবনের শেষ লাইভে যা ছিল

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ১৮, আগস্ট, ২০২১, বুধবার
<strong>নৌকা ডুবার আগে জীবনের শেষ লাইভে যা ছিল</strong>

ময়মনসিংহের ভালুকা উপজেলায় আনন্দ ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে চিকিৎসকদের একটি নৌকা। এর আগে একজন ফেসবুকে লাইভে এসে তাদের ভ্রমণের বিষয় আর সবার পরিচয় দিচ্ছিলেন। তাদের মধ্যে যে চিকিৎসক কোকের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি এখনও নিখোঁজ রয়েছেন। এ সময় যে ব্যক্তি লাইভ করেছিলেন তিনি একজন ব্যবসায়ী।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজৈর ইউনিয়নের উরাহাটি গ্রামের ত্রিমোহনী সংলগ্ন খিরু নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) চিকিৎসকদের উদ্যোগে অন্তত ২০ জনের একটি টিম নৌকা ভাড়া করে খিরু নদীতে আনন্দ-ভ্রমণে বের হন। আনন্দ-ভ্রমণ শেষে ফেরার পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এ সময় নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, নৌকার যাত্রীদের কেউ কেউ সাঁতরে নদীর তীরে আসেন। বেশ কয়েকজনকে উদ্ধার করে এলাকাবাসী। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. অমিত রায় ও তানভীর নামে একজন যুবক নদীর তীরে আসতে পারেননি। এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় রাত ১২টা ২০ মিনিটের দিকে তানভীর নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে চিকিৎসক অমিত রায় এখনো নিখোঁজ আছেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজ চিকিৎসককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে পুলিশও কাজ করছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, একজন চিকিৎসক নিখোঁজ হওয়ার তথ্য তাদের জানানো হয়েছে। নৌকা দিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনাটি ঘটে। পিকনিকে যাওয়ার বিষয় জানানো হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি বা অন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করে ছড়িয়ে দিন