নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায়- মাওলানা সাখাওয়াত হোসাইন

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ১৪, জুলাই, ২০২৩, শুক্রবার
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায়- মাওলানা সাখাওয়াত হোসাইন

চট্টগ্রাম, ১৪ জুলাই ২০২৩: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায়। দেশের বিদ্যমান সঙ্কট থেকে উত্তরণ করতে সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। প্রয়োজনে সরকারকে বাধ্য করে হলেও সুষ্ঠু নির্বাচন আদায় করা হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে অদ্য ১৪ জুলাই নগরীর আগ্রাবাদের ‘রাজপ্রসাদ কনভেনশন হলে’ চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক এএসএম খুরশিদ আলমের সভাপতিত্বে ও অধ্যাপক এম সিদ্দিকের পরিচালনায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাখাওয়াত হোসাইন আরো বলেন, খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৮ দফা বাস্তবায়নে এদেশের জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ড.মোস্তাফিজুর রহমান ফয়সাল।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক এড.শায়খুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুফতি আবু মোসা, চট্টগ্রাম মহানগরী শাখার সহসভাপতি মাওলানা মো.তাহের, উত্তর জেলা শাখার সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ, দক্ষিণ জেলা শাখার সহসভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুস ফরাজি, দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদুর রহমান, উত্তর জেলা শাখার সহসাধারণ সম্পাদক মামুনুর রশীদ মিনহাজ, নগর শাখার সাংগঠনিক সম্পাদক ফয়সাল কামাল মোস্তফা, দক্ষিণ জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা ফৌজুল আজীম চৌধুরী, শ্রমিক মজলিসের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মো.ইয়াহিয়া, বায়তুল সম্পাদক আবুবকর সিদ্দিক আহাদ, ডবলমোরিং থানা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 78
    Shares