কাদিয়ানী বিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশের বিক্ষোভ মিছিল

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ৫, মার্চ, ২০২৩, রবিবার
<strong>কাদিয়ানী বিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশের বিক্ষোভ মিছিল</strong>

পঞ্চগড়ে কাফের কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবিতে গতকাল পঞ্চগড় মুসল্লীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে একজন নিহত ও শতাধিক মুসল্লীকে আহত করার প্রতিবাদে এবং কাদিয়ানীরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ

আজ শনিবার (৪ মার্চ) দুপুর এক ঘটিকার সময় রাজধানীর পল্টন বিজয়নগর মোড় থেকে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খাঁন, ঢাকা মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মুফতী আবু সাঈদ,মাওলানা খাইরুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীম সালমান, পাঠাগার সম্পাদক শামিম আহমদ, ঢাকা মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সাদি, নির্বাহী সদস্য আশিকুর রহমান প্রমুখ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে এবং পঞ্চগড়ে পুলিশের নির্বিচারে গুলিতে শাহাদাত বরণকারী আরিফের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে। পাশাপাশি হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার মুখোমুখি করতে হবে। না হয় ছাত্র জমিয়ত সামনের দিনে কঠোর কর্মসূচি পালন করবে।

পরিশেষে মোনাজাতে নেতৃবৃন্দ শহীদের রুহের মাগফিরাত কামনা ও শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শেয়ার করে ছড়িয়ে দিন