জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার দেবেরগাঁও গ্রামের আবদুল মনাফের ছেলে ও জাউয়া পশু হাটের সাজিদ মিয়ার রেস্টুরেন্টের কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাউয়াবাজার গরু হাটে একটি পানির টিউবওয়েল রয়েছে। ওই টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগ দিয়ে পানির মটর লাগিয়ে পানি তুলে রেস্টুরেন্ট চালিয়ে আসছিলেন জাউয়া পূর্ব হাটি গ্রামের মৃত করিম মিয়ার ছেলে সাজিদ মিয়া। ওই রেস্টুরেন্টে কর্মচারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন স্থানীয় দেবেরগাঁও গ্রামের দিনমজুর আবদুল মনাফের ছেলে মোহাম্মদ আলী। প্রতিদিনের মতো বুধবার সকাল থেকে ওই রেস্টুরেন্টে কর্মচারীর কাজ করছিল কিশোর মোহাম্মদ আলী। বেলা ৪টার দিকে বিদ্যুতের সাহায্যে মটর দিয়ে ওই টিউবওয়েল থেকে পানি তুলে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
তাৎক্ষনিক তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয় বাংলা/এইচ কে/১১/০৫/২০২৩ইং