ছাতকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত অর্ধ শতাধিক নিহত ১

বিজয় বাংলা
প্রকাশিত ১৩, মে, ২০২৩, শনিবার
<strong>ছাতকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত অর্ধ শতাধিক নিহত ১</strong>

নিহত আব্দুস সালামের দাফন সম্পন্ন।

 

ছাতক প্রতিনিধিঃ ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত আব্দুস সালাম (৩২) এর দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব গ্রামের বাড়িতে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। নিহত আব্দুস সালাম সাউদেরগাঁও গ্রামের আব্দুল হকের পুত্র।

 

গত ৪ মে বৃহস্পতিবার উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে মসজিদের জমির সীমানা চিহ্নিত করা নিয়ে গ্রামের খাঁন ও শেখ গোষ্টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে দু”পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়।

 

ঘটনার একসপ্তাহ পর বৃহস্পতিবার (১১ মে) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস সালাম।

 

তিনি এক সপ্তাহ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

 

 

বিজয় বাংলা/এইচ কে/১৩/০৫/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন