সাবেক সেনানেতা মাঈনুলের ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোকবার্তা

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ৮, সেপ্টেম্বর, ২০২৩, শুক্রবার
সাবেক সেনানেতা মাঈনুলের ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোকবার্তা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার
মোহাম্মদ মাঈনুল ইসলামের সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন ও অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।

দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে নেতাদ্বয় বলেন-সাবেক এ ছাত্রনেতার আকষ্মিক ইন্তিকালে সুন্নি অঙ্গনে শোকের ছাযা নেমে এসেছে। এবং তাঁর এ মর্মান্তুিক মৃত্যু আমাদেরকে ভীষণ ব্যতিত করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন- বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশে সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করেছেন। ময়মনসিংহ কৃষি বিশ্বিবদ্যালয়ে পড়াকালিন সেখানে সাংগঠনিক অবকাঠামোকে সুদৃঢ় করতে অনন্য অবদান স্মরণীয়। প্রতিটি সময় যে লোকটি সাংগঠনিক চেতনাকে ধারণ করে রাখতেন সে আজ আমাদের ছেড়ে প্রস্থান করেছেন প্রভূর দিকে। সারাজীবন সুন্নী মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যেভাবে আত্মোউৎর্গ করেছেন তা অবিস্মরণীয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ মহান প্রভুর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতের আ’লা মাকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করে ছড়িয়ে দিন