বিজয় বাংলা

বিজয় বাংলা
প্রকাশিত ৭, জুন, ২০২৩, বুধবার
<strong>বিজয় বাংলা</strong>

মোঃ আইয়ুব আলী

 

কলম ধরছে শক্ত হাতে
লিখতে অনেকে লেখা

বিজয় বাংলা পত্রিকায় হয়
আজকের খবর লেখা।

 

 

সত্য খবর করে প্রকাশ
খবর পড়ে জ্ঞানী-গুনি

করে না অসত্য প্রকাশ
সদয় সত্য কথাই শুনি।

 

 

দীর্ঘজীবী হও বিজয় বাংলা
চলতে হবে অনন্তেরি পথে

নিষ্ঠার সাথে লিখবো খবর
যাবেনা বন্ধুরা ভুল পথে।

 

দুর্নীতি করে হবে না শ্রেষ্ঠ
নিবে না অন্যের পাপ কাঁধে

সত্যের প্রদীপ জ্বলবে ধীরে
মিথ্যার ভাগী পড়বেই ফান্দে ।

 

 

বিজয় বাংলা/এইচ কে/০৭/০৬/২০২৩ইং

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 26
    Shares