সিলেট-সুনামগঞ্জের রত্ন ক্যালিগ্রাফার মাওঃ ফুজায়েল আহমদ সুমনের ঢাকা জয়

বিজয়বাংলা ডেস্ক
প্রকাশিত ১১, মার্চ, ২০২৩, শনিবার
<strong>সিলেট-সুনামগঞ্জের রত্ন ক্যালিগ্রাফার মাওঃ ফুজায়েল আহমদ সুমনের ঢাকা জয়</strong>

জহিরুল ইসলাম সোহাগ(সুনামগঞ্জ)দোয়ারা বাজার প্রতিনিধি |
ঢাকা জাতীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় ক্যালিগ্রাফি এক্সিবিশন ২০২৩ ইং।
উক্ত প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যালিগ্রাফার শিল্পীরা তাদের ক্যালিগ্রাফি শিল্প জমা দেন। তিন দিন ব্যাপি এই প্রদর্শনীতে সিলেট বিভাগ থেকে কৃতিত্বের সাথে অংশ গ্রহন করেন সুনামগঞ্জের দোয়ারাবাজার এর ক্যালিগ্রাফার শিল্পী মাওঃ ফুজায়েল আহমদ সুমন।
প্রদর্শনীর প্রথম দিনেই উনার দুটি পেইন্টিং বিক্রিও হয়ে যায়। যা সিলেট বিভাগের জন্য গর্বের।
বিজয়বাংলা.নেট থেকে উনার সাথে আলাপ করলে উনি জানান, এই অর্জন পুরো সিলেট বিভাগের।
ক্যালিগ্রাফি নিয়ে উনার চিন্তা ভাবনা সুদুর প্রসারি। কিছুদিনের মধ্যেই তিনি সিলেট শহরেই একটি ক্যালিগ্রাফি প্রশিক্ষণের জন্য একটি প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করতেছেন।
এতে করে ক্যালিগ্রাফি সম্পর্কে মানুষের জ্ঞান ও বৃদ্ধি পাবে এবং ক্যালিগ্রাফি কে পেশা হিশেবে নিয়ে উপকৃত হবে হাজার হাজার ছাত্র।
বর্তমানে উনার কাজ গুলো অনলাইনের মাধ্যমেই ক্রয় করা যাচ্ছে। উনার অনলাইন পেজ এর নাম @আয়াজুন ক্যালিগ্রাফি

শেয়ার করে ছড়িয়ে দিন
  • 293
    Shares