মোঃ হুমায়ুন কবির,(ময়মনসিংহ)তারাকান্দা প্রতিনিধি |
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী ও নিয়মিত মামলার ৪আসামি সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়,ছিনতাইকৃত সিএনজি উদ্ধারপূর্বক ছিনতাইকারীকে গ্রেফতার করে তারাকান্দা থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধন/২০১৯) এর ৪/৫ এর রুজু করিয়া গ্রেফতারকৃত আসামী মোঃ শফিকুল ইসলাম ওরফে রাফি (২৬), পিতা-আঃ জব্বার, গ্রাম- গোপালপুর থানা- তারাকান্দা এবং নিয়মিত মামলার আসামী ১। মোঃ আসাদুজ্জামান মানিক (৪৬), পিতা-মৃত বীর আঃ হালিম খান, সাং-ঢাকুয়া, ২। মোঃ আঃ হেকিম আকন্দ (৪৮), পিতা-মৃত জনাব আলী আকন্দ, ৩। আঃ মুনায়িম (৩০), পিতা-আঃ ছালাম, উভয় সাং-বহেড়াতলী, ৪। আগষ্টটিন নখরেক (৫৫), পিতা-মৃত নগেন্দ্র চিরাং, সাং-ঢাকুয়া, সর্ব থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ দেরকে গ্রেফতার করে অদ্য ইংরেজি ২০/৩/২৩ তারিখ কোর্টে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তারাকান্দা থানার নিয়মিত টহল পুলিশের দক্ষতার জন্য এলাকার আইন শৃংখলা বজায় আছে বলে এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেন।
এ.এইচ.এইচ,২০২৩ ইং